রবিবার, জুলাই ৬

লোহাগাড়ায় প্রভাবশালীর কাছে অসহায় পরিবার জিম্মি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||

চট্টগ্রামের লোহাগাড়া আধুনগরে অসহায় পরিবার অবরুদ্ধ, চলাচলের পথ বন্ধসহ গাছগাছালি কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রবিবার (৬ জুলাই) সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু তাহের কৃষি কাজ করে ধার দেনা করে মাথা গুজার ঠাঁই হিসেবে একটি জায়গাসহ ঘর কিনেন এবং সম্প্রতি জায়গাটি বুঝে নিয়ে সেখানে বসবাস শুরু করেন। ভুক্তভোগী আবু তাহের বলেন, ঘরটির আগের মালিকের সাথে থাকা শত্রুতার জের ধরে আমাদের উপর আক্রমণ চালায়, আমাদের অসহায়ত্বের সুযোগে ক্রমশ নির্যাতনের মাত্রা বাড়তে থাকে, বাড়ি ঘরে লুটপাটসহ ঘরের চারপাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে লুট করে নিয়ে যায়। অদ্য রবিবার সকালে দলবল নিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীসহ আমাদের ঘর থেকে হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক প্রকার অবরুদ্ধ করে রাখে। বর্তমানে ঘর থেকে বের হওয়া দূর্বিষহ হয়ে পড়ে। এমতাবস্থায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মিলে, অভিযুক্ত আব্দুল জলিল ঘটনার কথা স্বীকার করে বলেন, আমরা সকালে ঘেরাও করেছি, তিনি ভিকটিম ও গণমাধ্যম কর্মীকে লক্ষ্য করে হুমকিমূলক উচ্চবাক্য করতে দেখা গেছে। প্রায় অবরুদ্ধ অবস্থায় তিন কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছে ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *