
|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি ২শ বোতল চোলাই মদসহ মাদক কারবারে জড়িত ৩ জনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৭) ভোর রাত আনুমানিক ১ টার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জলদাশ পাড়ায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন ১। কমল জলদাস (৪৫), পিতার নাম: মৃত ভাটিরাম জলদাস ২। আশীষ জলাদাস (২৫), পিতার নাম: হরিলাল জলদাস ৩। বাবলু জলদাস (২০), পিতার নাম: মৃত তুফান জলদাস, সকলেই উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর জলদাস পাড়ার বাসিন্দা।
এ সময় কমল জলদাসের বাড়ির পাশে বাগানের ভেতরে তাবুর ভেতর হইতে ৮৮ টি SPEED প্লাস্টিকের -২৫০ মিলি করে (৮৮×২৫০)=২২লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধৃত আসামী কমল জলদাসের দখল হইতে উদ্ধার করা হয়। মূল্য (২২×৬০০)=১৩,২০০/- টাকা খ) গুরু প্লাস্টিক বোতল ৩৫ টি, বিভিন্ন কোম্পানীর বোতল ২৬ টি, মোট (৩৫+২৬)= ৬১ বোতল (৬১×২৫০)=১৫.২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ মূল্য (১৫.২৫×৬০০)= ৯,১৫০/-টাকা ধৃত আসামী আশীষ জলদাসের দখল হইতে উদ্ধার করা হয়। গ) GEAR প্লাস্টিক বোতলে ৪১ টি এবং Tiger প্লাস্টিক বোতলে ১০টি (৪১+১০)=৫১টি বোতর (৫১×২৫০)=২০.২৫লিটারসহ সর্বমোট ২শ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় আসামিদের আটক করতে সক্ষম হই, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে, সকালে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে, এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।