
|| লোহাগাড়া প্রতিনিধি ||
চট্টগ্রামের লোহাগাড়ায় অর্ধগলিত অবস্থায় মোহাম্মদ ইলিয়াছ(৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩ টার সময় নিহতের বাড়ীর পাশে একটি একচালা টিনের পরিত্যক্ত বাড়ী থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাইপো মাষ্টার মোহাম্মদ তারেক।
নিহত ইলিয়াছ উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওকিলের পাড়ার ছমিউদ্দীন মৌলবী বাড়ীর মৃত ওবাইদুল মতিনের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. ইলিয়াছ গত ৩০ বছর ধরে মানসিক ভারসাম্য অবস্থায় ছিল, গত ৩০ বছর আগে তিনি একটি বিয়েও করেছিলেন তবে সে সংসার হয়নি, প্রায় সময় ১০-১৫ দিন নিখোঁজ থাকত, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নিয়ে আসত, এরই ধারাবাহিকতায় গত ১৫-২০ দিন ধরে সে নিখোঁজ ছিল, অনেক খোজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি, হঠাৎ স্থানীয়রা বাড়ীর পাশে পুকুর পাড়ে একটি পরিত্যক্ত ঘর থেকে লাশের পচা গন্ধ পেয়ে লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ লাশটি উদ্ধার করা হয়, ধারণা করা হচ্ছে লাশটি অনেক আগেই মারা গেছে, মৃতদেহটি শরীরের বেশির ভাগ অংশ পঁচে গলে গেছে, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।