মঙ্গলবার, ডিসেম্বর ২৩

লিডিং ইউনিভার্সিটির  সিন্ডিকেট সভা অনুষ্ঠিত 

|| নিজস্ব প্রতিবেদক ||

লিডিং ইউনিভার্সিটির ৭৪তম সিন্ডিকেট সভা  বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুর সিড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় লিডিং ইউনিভার্সিটির ৩৭তম একাডেমিক কাউন্সিল সভায় অনুমোদিত লিডিং ইউনিভার্সিটিতে আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব‍্য ৪র্থ সমাবর্তনে অংশগ্রহণকারি স্প্রিং সেমিস্টার ২০১৮ থেকে ফল সেমিস্টার ২০২৪ পর্যন্ত শিক্ষার্থীদের তালিকা অনুমোদন, শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত সদস্য মোছা. রোখছানা বেগম, লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, দেওয়ান সাকিব আহমেদ, উপাচার্য মনোনীত সদস‍্য লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, আমন্ত্রিত সদস‍্য পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *