
পড়াশোনা পাশাপাশি সাংস্কৃতিক সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে _উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
|| নিজস্ব প্রতিবেদক ||
লিডিং ইউনিভার্সিটির প্রথম মিউজিক্যাল ক্লাব অরফিয়াস বল্ট ফ্রম দ্য রক-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় তিনি নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, পড়াশোনা পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রয়োজন রয়েছে। তবে মনে রাখবে সাংস্কৃতিমনা হলেও নিজেদের ধর্মীয় গুণাবলি ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজ বিরূপ সমালোচনার মধ্যে পড়ে। তিনি অরফিয়াস মিউজিক্যাল ক্লাবের সদস্যদেরকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সুশৃঙ্খল এবং সৌজন্যতার সাথে সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন এবং এতে অংশগ্রহণ করার পরামর্শ প্রদান করেন।
ক্লাব সদস্য আব্দুল্লাহ আল তৌহিদ এবং শেখ তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অরফিয়াস বল্ট ফ্রম দ্য রক মিউজিক্যাল ক্লাবের উপদেষ্টা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. আরিফুজ্জামান, প্রেসিডেন্ট অনিক মৌলিক, জেনারেল সেক্রেটারি উজ্জ্বল তালুকদার এবং ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
