
ইসলামিক স্টাডিজ বিভাগ চালু হওয়াই অত্রাঞ্চল দ্বীনের আলোয় আলোকিত হচ্ছে
–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
|| নিজস্ব প্রতিবেদক ||
লিডিং ইউনিভার্সিটি সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের একাডেমিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
মতবিনিময় সভায় ইসলামিক স্টাডিজ বিভাগের মানোন্নয়ন এবং শিক্ষকবৃন্দের দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রচেষ্টায় ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা হয়েছে, যাতে অত্রাঞ্চল দ্বীনের আলোয় আলোকিত হয়।
তিনি আরো বলেন, এ বিভাগের প্রতি লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী অত্যন্ত আন্তরিক এবং তিনি নিয়মিত এ বিভাগের খোঁজ-খবর নিয়ে থাকেন। তাই এ বিভাগের উন্নয়নে শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টার উপর তিনি গুরুত্বারোপ করে তিনি প্রচার প্রচারণা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনের বিষয়ে শিক্ষকবৃন্দের মনোযোগ আকর্ষণ করেন এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং প্রক্টর মো. মাহবুবুর রহমান। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ বিভাগীয় নানা চ্যালেঞ্জ, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মতামত উপস্থাপন করেন।
