
|| নিজস্ব প্রতিবেদক ||
সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) আঞ্চলিক পর্ব ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ড. সৈয়দ রাগীব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
অলিম্পিয়াডে সিলেট অঞ্চলের ৭টি জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন গণিত অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্বের আহবায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মোঃ জাহিদ হাসান। শ্রেষ্ঠত্বের ভিত্তিতে নির্বাচিত ২জন নারী শিক্ষার্থীসহ মোট ১০জন প্রতিযোগী জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।
