শনিবার, জুলাই ৫

লালমোহন রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন

|| এম. আর পারভেজ | ভোলা প্রতিনিধি ||

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকালে রায়চাঁদ বাজার সংলগ্ন পশ্চিম পাশে রেসিডেন্সিয়ালের নিজস্ব কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালমোহন রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন

রেসিডেন্সিয়ালের পরিচালনা পর্ষদের আয়োজনে বর্তমান যুগোপযোগী শিক্ষা বাস্তবায়নের লক্ষে এবং মনুষ্যত্বের শিক্ষায় চরম শিক্ষা, আর আমরা সমস্তই তার অধীন এ স্লোগানকে সামনে রেখে উক্ত প্রতিষ্ঠান যাত্রা শুরু করা হয়েছে। রমাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈনিক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফয়সাল, ইউপি সদস্য মোঃ আকবর হোসেন মিজান, উক্ত স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ বিন ইয়ামিন খোকা, মাষ্টার মোঃ জসীম উদ্দীন, প্রভাষক মোঃ নুরে আলম অভি, ডাঃ মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ মিজানুর রহমান হাওলাদার, কর্তার হাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফরিদ উদ্দিন, ব্যাংকার মোঃ আলাউদ্দিন মিলন, পূর্ব রামগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল কৃষ্ণ দাস, মোঃ জাকির মাতাব্বর প্রমূখ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ও লর্ড হার্ডিঞ্জ সৈয়দাবাদ হাজী রসিদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *