
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
লালমনিরহাটে তীব্র শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে সংগঠনের লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলামের নেতৃত্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ফখরুল ইসলাম বলেন, “তীব্র শীতে উত্তরাঞ্চলের সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। ইসলামী আদর্শের মূল শিক্ষাই হলো আর্তমানবতার সেবা করা। সামর্থ্যবান প্রত্যেকের উচিত এই কঠিন সময়ে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব মওলানা মুহাম্মদ আবদুর রহীম রহ. প্রতিষ্ঠিত ইসলামী ঐক্য আন্দোলন একটি আদর্শিক বৈপ্লবিক সংগঠন হিসেবে সমাজ সংস্কারের পাশাপাশি মানুষের বিপদে সব সময় পাশে থাকার চেষ্টা করে। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও দুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় মানুষেরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
