
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ বর্তমান এলপি গ্যাসের তীব্র সংকট ও ছোট ব্যবসায়ীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশে এলপি গ্যাসের মারাত্মক সংকট চলছে। গ্যাস কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে ব্যর্থ হচ্ছে। বিভিন্ন সূত্রের বরাতে তাঁরা জানান, সময়মতো জাহাজ ভাড়া না পাওয়া, ডলারের মূল্য বৃদ্ধি, এলসি জটিলতা এবং আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধিসহ নানা কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি কোম্পানি নতুন করে গ্যাসের মূল্যও বৃদ্ধি করেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলেও তারা উল্লেখ করেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, এ সংকটের সুযোগে আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুলনার ছোট ও মাঝারি পর্যায়ের এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে এবং অযথা জরিমানা আরোপ করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, ছোট ব্যবসায়ীদের হয়রানি না করে খুলনার বড় বড় পরিবেশক ও মংলা অঞ্চলের বৃহৎ কোম্পানিগুলোর কাছে জানতে চাওয়া উচিত—কেন তারা যথাসময়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করছে না। এরপর কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে দোষ বা অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি অবিলম্বে ছোট ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিবৃতিদাতারা হলেন—খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মো. তোবারেক হোসেন তপু, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. অদুদ মিয়া, মো. সাদ্দাম হোসেন জুয়েল, মো. রফিক, মো. নাদিম মোল্লা বাবু, মো. তামান্ন, মো. বাবর আলী, মো. নুরু, বাদশা হাওলাদার, মো. জামাল হোসেন, মো. জাকির হোসেন, মো. আকতার হোসেন, বকশি সাইফুল ইসলাম, মো. সোহাগ, মো. আলি, মো. লিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
