
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
দিশারী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কোচিং সেন্টারে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ফলাফলপত্র তুলে দেওয়া হয়।
ফলাফল ঘোষণা শেষে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, চলতি বছরে পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলাই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে দিশারী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের পরিচালক বলেন, “শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা সর্বদা সচেষ্ট। আগামীতেও শিক্ষার মান উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কোচিং শাখার পরিচালক আল-আমিন হোসেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুপা মিস, বেলকুচি নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ওয়াদুদ সরকার, আব্দুর রশিদ, ইমরান হাসান, শাকিব ইসলাম, সহকারী শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
