
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
রাজশাহীর বাঘা থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজ থেকে মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে র্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র উদ্ধার, সংঘবদ্ধ অপরাধ ও মাদক কারবার দমনে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেয় র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল। ৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রামে অবস্থিত মো. রয়েল হোসেন ওরফে রুহেল (২৭)-এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ৪টি শর্ট গানের রাবার বুলেট এবং আনুমানিক ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকসহ ঘটনাস্থল থেকেই মো. রয়েল হোসেন ওরফে রুহেলকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত রয়েল হোসেন মো. মজিবর রহমানের ছেলে এবং রাজশাহী জেলার বাঘা উপজেলার জোত কাদিরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে বাঘা ও আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহ করত বলে জানিয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও ব্যবহারের বিষয়ে জানতে চাইলে সে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।
র্যাব কর্মকর্তারা আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র, রাবার বুলেট ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ অস্ত্র সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে র্যাব নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।
