
|| নিউজ ডেস্ক ||
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানা গেছে।
গত ২২ ও ২৩ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’ এ যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে তিনি গত সোমবার (২১ এপ্রিল) চার দিনের সরকারি সফরে কাতার যান।
কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে গত ২৫ এপ্রিল ইতালির রোমের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান উপদেষ্টা। শনিবার (২৬ এপ্রিল) বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টা ধরে চলা পোপের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আজ রোম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।