
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির তত্ত্বাবধানে এবং মাতৃমঙ্গল সেবাসংঘের উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
মাঘের স্নিগ্ধ সকালে বাসন্তী আবহে সকালে প্রতিমা ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পূজা অর্চনা সম্পন্ন হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু।
এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথসহ সমীর সাহা, দুলাল সরকার, অসিতবরণ সরকার, দিলীপ দেবনাথ, সাধন রায়, চিণ্ময় সাহা রাজু, নারায়ণ চন্দ্র দাস, পরিমল দাস, গৌর দাস, বাবু শীল, রবীন দাস, মৃণাল কান্তি মণ্ডল, হরিপদ দাস, তাপস তালুকদার, শুভ দে প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশিষ সরকার, অনিন্দ্য ঘোষ, সজল সরকার, সৌরভ দাস সনু, অর্ণব দাস, অভিজিৎ সরকার, অর্চিষ্মান দেবনাথ, প্রীতম কুমার দেবনাথ, অভিজিৎ শীল, মনোতোষ তালুকদার, সকাল শীল, কৌশিক দাস, বিশ্বজিৎ শীল, পল্লোল সরকারসহ অন্যান্যরা।
পূজা পরিচালনা করেন পুরোহিত সুরেশ চক্রবর্তী। পরে সন্ধ্যা ৭টায় মন্দির প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।
