
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার রূপসায় গলায় ফাঁস দিয়ে আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।
রবিবার (২৭ জুলাই) গভীর রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দুবাই প্রবাসী মোঃ শফিকুল ইসলাম জমাদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে রবিবার গভীর রাতে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে আশপাশের লোকজন ওই নারীর মরদেহ দেখতে পেয়ে রূপসা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
সোমবার (২৮ জুলাই) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।