রবিবার, ডিসেম্বর ৭

রূপসায় ক্যানেল থেকে যুবকের লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার রূপসায় নিখোঁজের দুই দিন পর রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন সিএনবির ক্যানেল (রূপসা পার্কিং সেন্টারের পেছনে) থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রেজাউল ইসলাম রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার চা-পান বিক্রেতা আব্দুল হাকিমের ছেলে। তিনি পিতার সঙ্গে স্থানীয় বাজারে ব্যবসা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রেজাউল দোকানে ছিলেন। পরে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। রবিবার সকালে স্থানীয়রা ক্যানেলে ভাসমান অবস্থায় রেজাউলের মরদেহ দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে রূপসা থানার এসআই মো. ইমরান হোসেন ও রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু-আইসি (এএসআই) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ক্যানেলে ফেলা হয়েছে।

খবর পেয়ে এলাকাবাসীর ভিড় জমে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *