রবিবার, জানুয়ারি ২৫

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রুয়েট ক্যাম্পাস ও ঢাকার বুয়েট কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ১৮ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৫ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। দুই কেন্দ্র মিলিয়ে গড় উপস্থিতির হার ছিল ৮৫.১৭ শতাংশ।

কেন্দ্রভিত্তিক উপস্থিতির তথ্যে দেখা যায়, রাজশাহী (রুয়েট) কেন্দ্রে ৬ হাজার ৮৭৮ জন (৮১.১৪%) এবং ঢাকা (বুয়েট) কেন্দ্রে ৮ হাজার ৬৮৯ জন (৮৮.৬৬%) শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে সম্পন্ন হয়েছে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে। ‘ক’ গ্রুপে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ এবং ‘খ’ গ্রুপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের ফলাফল ও পরবর্তী নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ফল দেখতে নিচে ক্লিক করুন

ক বিভাগের ফল 

খ বিভাগের ফল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *