শনিবার, অক্টোবর ১১

রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতাকর্মী এবং জামায়াতের নেতাদের দেখা যায়।

প্রশাসনের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত তারিখে রুয়া নির্বাচনের সিদ্ধান্ত না আসলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিক্ষোভ সমাবেশে অবস্থানকারীরা ‘রুয়া নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, সিন্ডিকেট না নির্বাচন, নির্বাচন নির্বাচন, সিন্ডিকেট না রুয়া, রুয়া রুয়া, সিলেকশন না ইলেকশন, ইলেকশন ইলেকশন, অ্যাডহক না নির্বাচন, নির্বাচন নির্বাচন’ ইত্যাদি স্লোগান দেন।

এসময় রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে রুয়া নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা মনক্ষুণ্ণ হয়েছে। যেই প্রশাসন রুয়া নির্বাচন দিতে পারে না তারা কিভাবে রাকসু নির্বাচন বাস্তবায়ন করবে। আমরা নির্ধারিত সময়ে রুয়া নির্বাচনের সিদ্ধান্ত নিয়েই এখান থেকে প্রস্থান করবো। তা না হলে আমাদের আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রুয়া অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ মে পুনর্মিলনী এবং ১০ মে রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে জাতীয়তাবাদে বিশ্বাসী সাবেক শিক্ষার্থীরা। এদিকে গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে রুয়া নির্বাচন কমিশনের প্রধান পদত্যাগ করেন। সেই সঙ্গে গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে আজ দুপুরে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে নোটিশ জারি করে রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান। এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ করছেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই একটি পক্ষ রুয়া নির্বাচনের বিরুদ্ধে কাজ করছে। এছাড়াও উদ্ভুত পরিস্থিতিতে রুয়া নির্বাচনের এডহক কমিটি উদ্বিগ্ন এবং তারা এই নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন। রুয়ার একটা গঠনতন্ত্র আছে সেটা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিব।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *