বৃহস্পতিবার, নভেম্বর ২১

রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ

|| থানা প্রতিনিধি, এনায়েতপুর, সিরাজগঞ্জ ||

ভারতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জের এনায়েতপুরবাসী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমআর নামাজ শেষে এনায়েতপুর হাট জামে মসজিদ ও এনায়েতপুর বড় জামে মসজিদ থেকে মুসুল্লিগণ বিক্ষোভ মিছিল শুরু করে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এসে জড়ো হয়। এনায়েতপুরের সাধারণ মুসল্লীদের আয়োজনে সেখানে তারা একটি প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তাগণ রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে তারা ভারত সরকারের নিকট কটূক্তিকারীর উপযুক্ত শাস্তি দাবি করেন। বিশ্বের সকল মুসলমানকে এক হওয়ার আহবান জানিয়ে বক্তাগণ বলেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে বিধর্মীরা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করতে সাহস পাবে না। ভবিষ্যতে এ ধরনের নিন্দনীয় কাজের ক্ষেত্রে হুশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, পৃথিবীর কোথাও আল্লাহ, রাসূল ও ইসলামকে নিয়ে কটুক্তি করা হলে তা ঐক্যবদ্ধভাবে তা রুখে দেয়া হবে। সমাবেশে ভারতীয় পণ্য বর্জনের জন্য আহ্বান জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনায়েতপুর উলামা পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ (অব.) মাওলানা আব্দুল গফুর, এনায়েতপুর হাট জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, মন্ডল পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আইয়ুব আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *