বৃহস্পতিবার, অক্টোবর ৯

রাসূলুল্লাহর ইকামতে দ্বীনের বিপ্লবী দাওয়াত উম্মাহর ঘরে ঘরে পৌঁছাতে হবে__ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামিক ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, রবিউল আউয়াল মাস আসলে রাসূলুল্লাহ (সা:) এর স্মরণে তাঁর জীবনীর নানান দিক নিয়ে ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন প্রোগ্রাম করা হয়। রাসূলুল্লাহ (সা:)-এর জীবনের দু’টি অংশ, মাক্কী জীবন ও মাদানী জীবন। মক্কায় প্রথম ৩ বছর গোপনে দ্বীনের দাওয়াত, এর পর ১০ বছর প্রকাশ্যে দ্বীনের দাওয়াত। অতঃপর মদিনায় ১৩ বছর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনা। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩ টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার গোহাটা জামে মসজিদে অনুষ্ঠিত দাওয়াতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, রাসূলুল্লাহ (সা:)-এর গোটা জীবনী তথা মাক্কী ও মাদানী জীবনের প্রতিটি মুহূর্ত ও সকল কর্ম ছিল বিপ্লবী ও আপোষহীন। তিনি কখনো জালিমের রক্ত চক্ষুকে ভয় পেয়ে বাতিলের সাথে আপোষ করেননি। তিনি চূড়ান্ত পর্যায়ে মক্কায় একটি গণঅভ্যুত্থান, গণজাগরণের মাধ্যমে মদীনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্ববাসীকে (কেয়ামত পর্যন্ত) দেখিয়ে দিলেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হয়।

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সা:)-এর ইকামতে দ্বীনের এই বিপ্লবী দাওয়াত উম্মাহর ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। উম্মাহর রন্ধ্রে রন্ধ্রে ঢুকেপড়া কুফর ও জাহিলিয়াতের মুলোৎপাটন করতে হবে। সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত সকল তাগুতি পদ্ধতির উপর দ্বীনের বিজয় ঘটানোর লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লব ও জাগরণ এর সৃষ্টি করতে হবে। তবেই রাসুলুল্লাহ (সা:)-জীবনের এর উপর অনুষ্ঠিত বিভিন্ন আলোচনা সফল ও সার্থক হবে।

সংহঠনের জেলা আমীর জনাব আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাসির, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক। আরো বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন সামদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ, কালিগঞ্জ থানা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসেন নুরপুরী, শৈলকুপা থানা আমীর মোঃ গোলাম রসুল, কোটচাঁদপুর থানা সেক্রেটারী মাওলানা আলী মনছুর সজল, কোটচাঁদপুর থানা নায়েবে আমীর মোঃ আছির উদ্দীন, ঝিনাইদহ সদর সেক্রেটারী মাওলানা মোখলেছুর রহমান, কালীগঞ্জ পৌর সেক্রেটারী হাফেজ কাজী মাওলানা মোহাইমিনুল ইসলাম ফাহাদ, বাংলাদেশে জমিয়তে তালাবায়ে আরাবিয়া জেলা সভাপতি মোস্তফা আল হুসাইনী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *