
|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||
প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে। রবিবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত মোহাম্মদ একই গ্রামের আব্দুল আলীমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মেয়েটি একা তার বাড়ির পাশে খোলা করছিল। পরে মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় ছেলেটি। সেখানেই ধর্ষণ করা হয় তাকে। পরে শিশুটি এবিষয়ে তার বাড়ির লোকজনকে জানায়। পরিবারের লোকজন তাকে রবিবার বিকেলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, রবিবার বিকেলে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। তবে শিশুটি ধর্ষণ হয়েছে কি না সেটি পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। শিশুটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসে নাই। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া জাগিয়েছে।