
|| ড. মোঃ গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সরকারিভাবে চলতি মৌসুমে অসামঞ্জস্যপূর্ণ মূল্যের পরিবর্তে বাস্তবসম্মত মূল্য নির্ধারণ করার দাবি জানিয়েছেন রায়গঞ্জ উপজেলার চালকল সমবয় সমিতির নেতারা।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোঃ আব্দুল মোতালেব শেখ বলেন, বিগত সরকারের আমলে খাদ্যমন্ত্রী ধান-চাল সংগ্রহের অসামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। এর ফলে চালকল মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এতো বেশি যে তাদের মেরুদন্ড ভেঙ্গে পড়েছে।