রবিবার, জুলাই ৬

রামুতে জাতীয়তাবাদী তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| রামু (কক্সবাজার) প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকাল সাড়ে চারটায় কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জননেতা মোহাম্মদ ইমাম খালেদ স্বপন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব জননেতা ডাক্তার নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ তাঁতি দল রামু উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, কক্সবাজার পৌর শহর শাখার অর্থ সম্পাদক সাংবাদিক আরাফাত সিকদার, বিএনপি কচ্ছপিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুল হক।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কচ্ছপিয়া ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি মোহাম্মদ রবিউল আলম। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন তাঁতি  দলের সাধারণ সম্পাদক, মোহাম্মদ মামুন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইমাম খালেদ স্বপন বলেন, কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মাটি মানুষের নেতা  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জননেতা লুফতুর রহমান কাজল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী তাঁতি দলের জেলা থেকে ইউনিট পর্যন্ত সকল স্তরের নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দিয়ে বলেন, দেশে একটি ষড়যন্ত্রমহল ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে পরিহিত করে আগামী নির্বাচনে কক্সবাজারবাসীকে একটি সুন্দর শৃঙ্খলা ও মাদকমুক্ত শহর উপহার দিতে চাই জেলা তাঁতি দলের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *