
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠক রূপ নেয় জনসমাবেশে
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক প্রাণবন্ত খুলি বৈঠক মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টায় রূপ নেয় এক উৎসবমুখর জনসমাবেশে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় রাজনৈতিক মিলনমেলায়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট কার্ডিওলজিস্ট, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মো. ইউনুছ আলী।

বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির প্রবীণ রাজনীতিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য ইব্রাহিম আলীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে প্রধান অতিথি ডা. ইউনুছ আলী বলেন, “তৃণমূলের ঐক্যই আগামী পরিবর্তনের মূল চাবিকাঠি”। দেশ আজ চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা বিএনপির নেতা–কর্মীরা ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম করছি। তৃণমূলের ঐক্যই আগামী পরিবর্তনের মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, “চরাঞ্চল ও গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিএনপি কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
আলহাজ্ব শফিউল আলম শফি বলেন, “গণতন্ত্রের পুনরুত্থান তৃণমূলের ঐক্যের ওপর নির্ভর করছে। ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করাই এখন প্রধান দায়িত্ব।”
উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান বলেন,“দলকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়নে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের বিশ্বাস অর্জনই বিএনপির সবচেয়ে বড় সাফল্য।”
যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন,
“আমরা যদি জনগণের পাশে থাকি, জনগণও আমাদের পাশে থাকবে। আগামী নির্বাচনে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দেবে।”
বৈঠকে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তাদের বক্তব্যে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা যায় নতুন উদ্যম ও আশাবাদ। সভার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
