সোমবার, আগস্ট ১৮

রাবি ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষক হলেন ৩ বারের নন-ক্যাডার আশিক

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে শিক্ষক নিয়োগ হয়েছে। গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং এ বেশ কয়েকটি বিভাগের শিক্ষক নিয়োগ চূড়ান্ত করা হয়। দীর্ঘদিন পর বিভাগটিতে ৬ জন শিক্ষক নিয়োগ হয়েছে। এর মধ্যে একজন হলেন আশিকুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আশিকুর রহমান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার আগেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-তে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত ২০১৮ সালের জানুয়ারিতে তিনি যোগদান করেন। তুলা উন্নয়ন বোর্ড এর বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাখরাবাদ গ্যাস ফিল্ড (পেট্রোবাংলা) এর সহকারী ব্যবস্থাপক (এডমিন) পদে চাকুরি হওয়ার পরেও যোগদান করেননি।

এর আগে ৩৮, ৪০ ও ৪১তম বিসিএস পরীক্ষায় প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাধারণ ক্যাডারে টানা ৩ বার ভাইভা দিয়ে প্রতিবারই নন-ক্যাডার হিসেবে মনোনীত হোন।

নিজপর মেধা ও যোগ্যতার বিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান বলেন,
এটা আমার জন্য গর্বের যে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখানেই শিক্ষক হওয়ার সুযোগ হয়েছে। ফলাফলে সর্বোচ্চ অবস্থানে থাকায় আমি প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক প্রাপ্ত হই। এরপর মনের মধ্যে শিক্ষকতা পেশার প্রতি নিজের শ্রদ্ধা ও আগ্রহ আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, স্নাতক শেষ করে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়য়ের (বাকৃবি) এর কীটতত্ত্ব বিভাগে অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে এম.এস ইন এন্টোমোলজিতে ভর্তি হয়ে সাথে ডিগ্রী অর্জন করি। সর্বোপরি, আল্লাহ আমাকে এই মহৎ পেশায় কবুল করেছেন এজন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, ও সম্মানিত বিএডিসি’র কর্তৃপক্ষ যাঁরা আমাকে আবেদনের অনুমতি দিয়েছেন তাঁদের প্রতিও আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *