
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই ফল প্রকাশিত হয়। এতে সর্বোচ্চ নাম্বার ৭৭ দশমিক ৫০। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের অন্তর্ভুক্ত। গত ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য বি ইউনিটের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পাশ করেছে ৮১১৮ জন। বাণিজ্য গ্রুপে পাশের হার ৩৫ দশমিক ১৬ শতাংশ, অ-বাণিজ্য মানবিক ও বিজ্ঞান উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে (ওয়েবসাইট https://admission.ru.ac.bd/) অফিসিয়াল ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ঘন্টাব্যাপী বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো এবার রাবিসহ দেশের পাঁচটি বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।