
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাতের আঁধারে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসা ও দুস্থ-অসহায় মানুষের বসতবাড়িতে গিয়ে সরাসরি কম্বল পৌঁছে দেওয়া হয়। রাতের আঁধারে কার্যক্রম পরিচালনার ফলে প্রকৃত শীতার্ত ও অসহায় ব্যক্তিরা নির্বিঘ্নে সহায়তা পাওয়ার সুযোগ পান বলে জানান সংশ্লিষ্টরা।
কম্বল বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হেলাল পুরো কার্যক্রম সরাসরি তদারকি করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শীত মৌসুমে যেন কোনো গরিব ও অসহায় মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে কম্বল বিতরণ অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, শীতের তীব্রতা বৃদ্ধির এই সময়ে রাতের আঁধারে প্রকৃত অসহায়দের কাছে কম্বল পৌঁছে দেওয়ার এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী।
