
|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||
চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আধারে ১০-১৫ জনের সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্হাপনা নির্মাণ ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ৩১ অক্টোবর (শুক্রবার) বেলা ৩টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় কুলাল পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আব্দুল মালেক একই এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের পুত্র। এ ঘটনায় বাঁধা দিতে গিয়ে আক্তার কামালসহ তার আরো দুই সহোদর মীরকামাল ও মিনহাজ গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে আক্তার কামাল বাদী হয়ে আব্দুল মালেক, শফিকুর রহমান ও আব্দুল মাজেদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল মালেকের সাথে একই এলাকার আক্তার কামালের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায়ে সেই বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। আদালত জায়গার উপর স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও আব্দুল মালেক তার দলবল নিয়ে বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা করে আসছিল। এতে আক্তার কামাল বাধাঁ দিতে গেলে আব্দুল মালেক গং আক্তার কামালসহ তার ভাইয়ের উপর হামলা চালায়। হামলায় তারা গুরুত্বর আহত হন।
সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে নিষেধাজ্ঞার পূর্বেই কোন স্থাপনা ছিল না। এখন সেখানে টিন ও কাঠ দিয়ে স্থাপনা নির্মাণের কাজ করছেন।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্হলটি থানা পুলিশের টীম পরিদর্শন করেছে, তদন্ত করে পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।
