রবিবার, মে ১১

রাজিবপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে হামলায় দুই ভাই আহত, লুটপাটের অভিযোগ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাব উদ্দিনের দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, রাজিবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মফিজুল হক (মফিজ আর্মি) ও সাইদুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এ হামলা চালায়।

শনিবার (২২ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য মো. শাহাব উদ্দিন অভিযোগ করেন, মফিজ আর্মি ও সাইদুর তার কাছে ২০০টি ভিজিএফ স্লিপ দাবি করেছিলেন। তিনি স্লিপ দিতে অস্বীকার করলে তারা দলবল নিয়ে এসে তার বড় ছেলে মো. ফুল মিয়া ও ছোট ছেলে শাকিল আহমেদকে প্রকাশ্যে মারধর করেন। উপস্থিত লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

পরবর্তীতে পরিষদের চেয়ারম্যানের কক্ষে বিচার বসানোর সময়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাহাব উদ্দিন জানান, তখনও মফিজ আর্মি ও সাইদুরের নেতৃত্বে তাদের ওপর ফের হামলা চালানো হয়। এলোপাতাড়ি মারধরের ফলে তার দুই ছেলে গুরুতর আহত হন। আহতদের রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহাব উদ্দিন আরও অভিযোগ করেন, হামলাকারীরা পরিষদ থেকে ৩০ বস্তা চাল লুট করে নিয়ে গেছেন।

ইউপি সদস্য শাহাব উদ্দিনের বড় ছেলে ফুল মিয়া বলেন,
“আমার বাবার কাছে মফিজ আর্মি ও সাইদুর ২০০টি ভিজিএফ স্লিপ চেয়েছিল। স্লিপ না দেওয়ায় আমাদের দুই ভাইয়ের ওপর হামলা চালানো হয়। আমার মাথায় ও বুকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করা হয়েছে।”

অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাজিবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মফিজুল হক (মফিজ আর্মি) অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,”শাহাব উদ্দিন মেম্বার চাল লুটপাট করে নিয়ে যাচ্ছিলেন। ইউনিয়ন পরিষদের সচিব কিছু চাল জব্দ করেন। আমরা বিষয়টি জানতে চাইলে মেম্বার এসে সাইদুরের কলার ধরে মারধর করেন। আর ২০০টি স্লিপ আমরা কেন চাইব? আমাদের কি কোনো কিছুর অভাব রয়েছে! আমরা শুধু জানতে চেয়েছিলাম কেন গরিব মানুষগুলোকে না দিয়ে চালগুলো নিয়ে যাওয়া হচ্ছে।”

রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“৩ নম্বর ওয়ার্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের নেতাদের এলাকা। ওই ওয়ার্ডের মেম্বার চাল বিতরণ করছেন। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের উস্কানিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”

তিনি আরও জানান, “মেম্বারের তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। বিতরণ শেষ হলে অনিয়ম হয়েছে কি না, তা জানা যাবে।”

ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ও লুটপাটের অভিযোগে পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশাসন এই ঘটনার বিষয়ে কোনো ব্যবস্থা নেবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *