
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
বিএনপি ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এরপর থেকে গোদাগাড়ী ও তানোর অঞ্চলে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী একটি বিশাল মিছিলের মাধ্যমে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচিত হলে আমি ঘোষিত ইশতেহারের ভিত্তিতে গোদাগাড়ী–তানোর এলাকার উন্নয়ন নিশ্চিত করব। গোদাগাড়ী–তানোর মূলত কৃষিনির্ভর এলাকা, তাই এখানে কৃষিভিত্তিক শিল্প ও কারখানা গড়ে তুলতে চাই, যা কৃষকের আয় বাড়াবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। আমি আগেও বলেছি, আজও বলছি—জনগণের জীবনমান উন্নয়নে যা করা প্রয়োজন, তা করব।”
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সদর উদ্দীন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম শাওয়াল, জেলা বিএনপির সদস্য মিজান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ ও রেজা, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ও উজ্জ্বল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম অরণ্য কুসুম, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই টুনু সরকার, গোদাগড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শেখ ফরিদ, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কাওসার আহম্মেদ এবং মাটিকাটা ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মো. মানিক।
বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।
