শনিবার, জানুয়ারি ১০

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

উৎসবমুখর পরিবেশ ও শতভাগ ভোটার উপস্থিতিতে শনিবার রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনটির জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির রাজশাহী স্পেশাল করেসপন্ডেন্ট শ. ম. সাজু এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজ।

সংগঠনের সাতটি পদের মধ্যে পাঁচটি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন—
সহ-সভাপতি পদে যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট আব্দুল জাবীদ অপু,
কোষাধ্যক্ষ পদে চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার আবরার শাঈর,
দপ্তর সম্পাদক পদে এখন টিভির সিনিয়র রিপোর্টার ও ব্যুরো ইনচার্জ রাকিবুল হাসান রাজিব,
এবং সদস্য পদে এনটিভির শরিফুজ্জামান রয়েল, চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মোস্তাফিজুর রহমান সোহান ও চ্যানেল ওয়ানের স্পেশাল করেসপন্ডেন্ট আহসান হাবীব অপু।

বাকি দুটি পদ—সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী বরেন্দ্র কলেজে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সংগঠনের ৪২ জন সদস্যের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজ ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম পেয়েছেন ২০ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির ব্যুরো প্রধান ইউ. আদনান নির্বাচিত হন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এখন টিভির ভিডিও জার্নালিস্ট রায়হানুল ইসলাম রায়হান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোস্তফা কামাল আখন্দ। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু এবং প্রথম আলোর সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবুল কালাম মুহাম্মদ আজাদ। নির্বাচন পরিচালনায় সচিবীয় দায়িত্ব পালন করেন যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, শতভাগ ভোটার অংশগ্রহণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এই নির্বাচনকে একটি দৃষ্টান্তে পরিণত করেছে। এমন ঐক্যবদ্ধ চর্চার মধ্য দিয়ে সংগঠনটি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে সংগঠনের সদ্য সাবেক আহ্বায়ক, মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। আবেগঘন পরিবেশে তিনি সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে নবনির্বাচিত সভাপতি শ. ম. সাজু বলেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সদস্যদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও অধিকার রক্ষায় আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *