
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২২ বছর পর পদ্মাপাড়ের বিভাগীয় শহর রাজশাহীতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তিনি বিমানযোগে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে তিনি ঢাকার বাসভবন থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।
রাজশাহীতে পৌঁছে তারেক রহমান প্রথমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। আজ দুপুর ২টায় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। মাদ্রাসা মাঠের এই বিশাল সমাবেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়েছেন। জনসভা থেকে তিনি এই তিন জেলার মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনতার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো রাজশাহী শহর। দুপুর ১২টার আগেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। রাজশাহীর কর্মসূচি শেষে তিনি সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। পথে বিকেলে নওগাঁর এটিএম মাঠে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন এবং সন্ধ্যায় নিজ জেলা বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালের ২৫ ফেব্রুয়ারি তারেক রহমান রাজশাহীতে তৃণমূল প্রতিনিধি সভায় যোগ দিয়েছিলেন। দীর্ঘ দুই দশক পর তাঁর এই সফর উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি করবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
