বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

রাজশাহীতে উৎসবের আমেজে শুভ বড়দিন পালিত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহীতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আনন্দঘন ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন চার্চ ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় উৎসবের আবহ লক্ষ্য করা যায়।

দিবসটি উপলক্ষে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বিশ্বের মানুষের কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি সিটি চার্চসহ নগরীর অন্যান্য উপাসনালয়েও যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবে মুখর হয়ে উঠেছে। ধর্মীয় সংগীত, ঘরবাড়ি সাজানো এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।

ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সার্বজনীন প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড়দিন উদযাপন নির্বিঘ্ন রাখতে নগরীর চার্চগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *