কয়েকদিনে টানা ভ্যাপসা গরমের পর আজ স্বস্তির বৃষ্টিতে ভিজছে রাজধানীর পথঘাট। এতে গরম কাটলেও ভোগান্তিতে পড়েছেন বাইরে বের হওয়া মানুষজন।
অফিস শুরুর মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসী পড়েছেন ভোগান্তিতে। এতে সড়কে যানবাহন চলাচল কমে যায়।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, বুধবার (২৬ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারি বর্ষণ হবে। ভোর থেকেই ঢাকার আকাশ ছিল কিছুটা মেঘলা। এতে বেলা বাড়লেও সূর্যের তেজ বাড়েনি।
এরমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় নামে ঝুম বৃষ্টি।আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি বেড়েই চলছে। এই বৃষ্টিতে মানুষজন পড়েন বিপাকে। বিশেষ করে, যারা অফিসের উদ্দেশ্যে বা জরুরী কাজে সাধারণ মানুষ বাসা থেকে হেঁটে, সাইকেলে, বাইকে বা রিকশায় বের হয়েছেন, তারা মাঝ রাস্তায় আটকে পড়েন। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছে নগরবাসী।