শনিবার, ডিসেম্বর ১৩

রটারড্যামের পর্দায় খুলনার—‘দেলুপি’

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

‘দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলুপি দেখবে—এটা ভাবতেই ভালো লাগছে,’ উচ্ছ্বাস লুকান না সিনেমাটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। রটারড্যামের মতো বিশ্বমানের মঞ্চে নিজের প্রথম সিনেমার যাত্রা তার কাছে একদিকে আনন্দের, অন্যদিকে দায়িত্বেরও।

তাওকীর জানান, শুরুতে রটারড্যাম থেকে যখন ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’-এর প্রস্তাব আসে, তখন তিনি দ্বিধায় পড়ে যান। কারণ, সিনেমাটি বানানোর সময় খুলনার দেলুটি ইউনিয়নের মানুষদের কাছে প্রতিশ্রুতি ছিল—সবার আগে তারাই দেখবেন এই গল্প। একই সঙ্গে বাংলাদেশের দর্শকদের সামনে আগে সিনেমাটি তুলে ধরার ইচ্ছাও ছিল টিমের। বিষয়টি জানানো হলে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ সেই ইচ্ছার প্রতি সম্মান জানায়।

এই সমঝোতার পরই নিশ্চিত হয়—‘দেলুপি’ যাবে রটারড্যামে, তবে দেশের মানুষের কথা মাথায় রেখেই। আর সেই পথেই এখন আন্তর্জাতিক যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত পুরো টিম।

খুলনার মাটির গন্ধ, নদীঘেরা জীবনের গল্প আর মানুষের নিত্যসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত ‘দেলুপি’ নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (IFFR) ২০২৬–এর ‘Bright Future’ বিভাগে। এই ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় সিনেমা নির্মাতাদের কাজ প্রদর্শিত হয়, যেখানে ‘দেলুপি’ পাবে তার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার।

২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যামে অনুষ্ঠিত হবে IFFR–এর ৫৫তম আসর। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করবে তাওকীর ইসলামের প্রথম নির্মাণ—‘দেলুপি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *