
।। নিজস্ব প্রতিনিধি।।
রক্তাক্ত ভিপি নূরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নূরের বন্ধু এনসিপির কেন্দ্রীয় সদস্য জনাব ফাহিম রহমান খান পাঠান। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯ টায় রাজধানীতে জাপার সাথে বিবাদকে কেন্দ্র করে প্রশাসনের হাতে নূরের গুরুতর আহত হওয়ার খবর পেয়ে বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটে যান এনসিপির এই নেতা।
ফাহিম পাঠান এবং নূরের একসাথে পথচলা ফ্যাসীবাদবিরোধী ১৮ সাল থেকেই। ফাহিম পাঠান বলেন, ফ্যাসিবাদবিরোধী নূরদের দমিয়ে রাখা যাবে না।এর জবাব দিতে হবে। বন্ধু নূরুল হক নূরের উপর নৃশংস হাম’লার তীব্র নিন্দা জানাই।