সোমবার, মার্চ ১৭

রকিব উদ্দিনের পিএইচডি ডিগ্রী অর্জন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ২৬.২.২৫ তারিখ ২৬৭ তম সিন্ডিকেট সভায় রকিব উদ্দিন আহাম্মেদকে পিএইচডি ডিগ্রী প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের ২৯.১.২৫ তারিখের ১২৯ একাডেমিক কাউন্সিলের ১৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে পিএইচডি ডিগ্রী অনুমোদনের জন্য সুপারিশ করে।

তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একজন গবেষক। তার পি.এইচ.ডি. গবেষণাকর্মের বিষয় ছিল ‘আল কুরআনে সময় ও সংখ্যা প্রসঙ্গ’। তার গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক ছিলেন বিভাগীয় অধ্যাপক প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী।

তার পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডঃ মোঃ আব্দুল হামিদ এবং বহির্বিশ্বের বিশেষজ্ঞ সদস্য ছিলেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান।

রকিব উদ্দিন আহমাদ ২০১৪ সালে একই তত্ত্বাবধায়কের অধীনে ‘আল-কুরআনে উদ্ভিদ: একটি পর্যালোচনা’ বিষয়ে এমফিল ডিগ্রি লাভ করেন।

তিনি বিভাগের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের একজন কৃতি শিক্ষার্থী।

তিনি এ বিভাগ থেকে বিটিআইএস অনার্স এবং এমটিআইএস (থিসিস গ্রুপ) উভয় শ্রেণিতেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

তিনি টাঙ্গাইল দারুল উলুম আলিয়া মাদরাসা হিফজ বিভাগ হতে ১৯৯৪ সনে হিফজুল কুরআন ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা হতে ২০০২ সনে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

ড. রকিব উদ্দিন আহাম্মেদ বর্তমানে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে কর্মরত আছেন।

তিনি টাঙ্গাইল জেলার সদর উপজেলার কচুয়াডাঙ্গা (স্বদেশ রোড) গ্রামের সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) বীর মুক্তিযোদ্ধা মোঃ ছানা উল্লাহ ও রাশেদা বেগমের ছেলে।

তিনি সকলের দোয়াপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *