রবিবার, অক্টোবর ১২

রংপুরের ৯ সাংবাদিক পেলেন সাহসী সাংবাদিক সম্মাননা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||

সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন রংপুরের ৯ সাংবাদিক। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, এনটিভির স্টাফ ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমান ও যমুনা টেলিভিশনের চিত্রসাংবাদিক (ভিজে) আলমগীর হোসেন।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। গতকাল বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ক্যাম্পাস সাংবাদিক সাহসী সাংবাদিকতার জন্য এই সম্মাননা পেয়েছেন। তারা হলেন— আনোয়ার হোসেন (সকালের বাণী), মো. আবু সাঈদ (সংবাদ), আল-আমিন সাদিক সায়েম (ওয়াল্ড গ্লোবাল টিভি), সাজ্জাদুর রহমান (সমকাল) ও মো. তাওহীদুল হক সিয়াম (নয়াদিগন্ত)।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট ১৯৭ জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

রংপুরের ৯ জন সাংবাদিক ‘সাহসী সাংবাদিক সম্মাননা’ পাওয়ায় সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুর, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর অনলাইন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *