শনিবার, নভেম্বর ১৫

“যারা নির্বাচন চায় না, তারা ১৯৭১ সালে বাংলাদেশও চায়নি” —আলীম

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চালা মধ্য মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা–২০২৫। সভায় বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, বনি আমিন, হাজী আলতাফ হোসেন প্রামানিক, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, আকছেদ আলী প্রামানিক, মনোয়ার হোসেন শামীম, জাহিদুল হক মুক্তা,মামুন হোসেন বরাদ, , সুলতান মাহমুদসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন—“আওয়ামী লীগ ভোট পেছাতে চায়, আর আপনারা সেই সিদ্ধান্তকে সমর্থন করে আতাত করছেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র নয়—চলুন সবাই ভোট করি। যে জিতবে, তাকে সবাই ফুলের মালা পরাবো। যারা নির্বাচন চায় না, তারা ১৯৭১ সালে বাংলাদেশও চায়নি। তখন দুই লাখ মা–বোনের ইজ্জতহানি হয়েছিল; সেই ইতিহাস ভুলে গেলে চলবে না।”

ধর্মীয় ব্যাখ্যার অপব্যবহার নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন—“জামায়াতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এমন কথা কি কোনো হাদিসে আছে? যদি দাড়ি–পাল্লার মতো প্রতীক দেখে জান্নাত নির্ধারিত হতো, তাহলে বিশ্বের অন্য দেশে যেখানে এসব প্রতীক নেই—তারা কী জান্নাতে যেতে পারবে না?” তার এই বক্তব্যে আলোচনার সৃষ্টি করে।

পথসভায় বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে সংঘবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *