
|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||
বাবার বাড়িতে যাওয়া হলো না নববধূর। সড়কেই কেড়ে নিলো তার প্রাণ। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় যশোর চৌগাছা সড়কের দোগাছিয়া নামকস্থানে ঋতু খাতুন (১৮) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যায় সে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের আক্তার হোসেনের মেয়ে ঋতু খাতুনের সম্প্রতি বিয়ে হয় যশোর শহরের পালবাড়ি টালীখোলা এলাকায়। শুক্রবার সন্ধ্যায় তারা স্বামী স্ত্রী মিলে মোটরসাইকেল যোগে পালবাড়ি থেকে ঋতুর বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে দোগাছিয়া নামকস্থানে পৌঁছালে চৌগাছা থেকে গরু বোঝাই নসিমনের সাথে ধাক্কা লাগে। এতে ঋতু খাতুন ঘটনা স্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনা স্থলে হাজির হয়ে লাশ উদ্ধার ও যানচলাচল স্বাভাবিক করেন।
তিনি আরো জানান, মেয়েটির অল্প কয়েকদিন হলো বিয়ে হয়েছিলো।