
|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||
যশোর ঝিকরগাছার পুরন্দরপুর বিহারীপাড়ার মোড়ে (যশোর বেনাপোল মহাসড়কে) সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে ওভারটেক করতে গিয়ে ফুলঝুড়ি পরিবহনের পাবনা গামী বাস দুর্ঘটনার শিকার হয়। এতে বড় ধরনের ক্ষয়-ক্ষতির শিকার হয়নি, যাত্রীরা সবাই সুস্থ আছে বলে জানা গেছে।
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে ঝুঁকি নিয়ে ওভারটেক না করার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনতাসহ সচেতন মহল।