
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানিকগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পর্যাক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সমাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পক্ষ থেকে শহীদদের স্মরণে পুস্পষ্টবক অর্পণ করা হয়।
সকাল ৯ টা থেকে জেলা প্রশাসন শহীদ মিরাজ -তপন স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটসহ বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, অনুষ্ঠান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা কুচকাওয়াজ অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি মাধ্যমে স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
