মঙ্গলবার, জুলাই ১

মোবাইল ফোনে আসা অপ্রয়োজনীয় এসএমএস থেকে রক্ষা পাবেন যেভাবে

|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||

অপ্রয়োজনীয় এসএমএস’র কারণে অনেক গুরুত্বপূর্ণ এসএমএস দেখা বা গুরুত্ব দেয়া হয় না। কিন্তু এসএমএসটি যদি হয় অপ্রয়োজনীয়, তাহলে রাগ করা ছাড়া আর কিছুই করার থাকে না। সারাদিনে এমন একাধিক স্প্যাম এসএমএস বিরক্ত হতে হয় অনেককেই। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবন বীমা, ক্রেডিট কার্ড সেবা এমন নানা জায়গা থেকে এসএমএস আসে। যা সাধারণত কাজের চেয়ে অকাজেরই বেশি হয়। অনাকাঙ্ক্ষিত এসএমএস থেকে রক্ষা পেতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করা যেতে পারে।

গ্রামীণফোন গ্রাহকরা: প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে ডায়াল করুন ১২১১১০১#, আবার চালু করতে ডায়াল করুন ১২১১১০২#।

রবি গ্রাহকরা: ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন। এ জন্য ফোন করে বলতে হবে, ‘আমি এই সেবা চাই না।’ তাহলে সংশ্লিষ্টরা ফোনদাতাকে নিয়ে যাবে ডিএনডি বিভাগে।

এয়ারটেল গ্রাহকরা: ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন।

বাংলালিংক গ্রাহকরা: কেউ বাংলালিংক নম্বরে এসএমএস না চাইলে মেসেজ অপশনে গিয়ে অফ ( OFF) লিখে ৬১২১ নম্বরে এসএমএস পাঠানো যাবে।

টেলিটক গ্রাহকরা: টেলিটকের এ ধরনের কোন সেবা ( এসএমএস ব্লক) নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *