
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং উসকানিমূলক স্লোগান দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভারতের মাটিতে বারবার বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা এবং এখন পবিত্র জাতীয় পতাকার অবমাননা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। হিন্দুত্ববাদী উগ্রবাদীরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বানোয়াট ও ভিত্তিহীন অজুহাত তুলে যে পরিকল্পিত তাণ্ডব চালাচ্ছে, তা আন্তর্জাতিক কূটনৈতিক আইনের চরম লঙ্ঘন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি এবং এখন মুম্বাইয়ে জাতীয় পতাকা অবমাননার মতো দুঃসাহস উগ্রবাদীরা পাচ্ছে মূলত ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতের কারণে। একটি প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক পতাকাকে পদদলিত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় আগের চেয়ে অনেক বেশি সজাগ ও ঐক্যবদ্ধ।”
তারা আরও বলেন, নিরাপত্তা বিবেচনায় কলকাতা মিশনে ভিসা কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং ভারতীয় অপতৎপরতা রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাই।
নেতৃদ্বয় ভারত সরকারকে সতর্ক করে বলেন, অনতিবিলম্বে এসব উগ্রবাদী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তৌহিদী জনতা নিজ দেশের সম্মান রক্ষায় রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
