
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জ বেলকুচির মুকুন্দগাঁতী উত্তরপাড়া দারুস সালাম জামে মসজিদে সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন- মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা ও উক্ত মসজিদ কমিটির যৌথ উদ্যোগে মাদানি পদ্ধতিতে বয়স্কদের কুরআন শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বাদ মাগরিব শেখ আব্দুস সালাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও টেক্সেন গ্রুপে সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম। এছাড়াও এলাকার গন্যমান্য আলেম-ওলামা ও সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে জ্ঞানগর্ভ আলোচনা করেন।

মসজিদ কমিটির সভাপতি মো. হোসেন আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ আব্দুস সালাম বলেন, “শিক্ষা কোনো বয়সের বাধা মানে না। যে কোনো বয়সে আল্লাহর কালাম শেখা সর্বোত্তম ইবাদত। মাদানি পদ্ধতিতে কুরআন শিক্ষা অত্যন্ত সহজ। আমি এ পদ্ধতিতে শিক্ষার প্রথম ছাত্র। এখন আমি অফিস, বাসা, সফরে যেখানেই থাকি না কেন, নিয়মিত তেলাওয়াত করি। আপনাদের প্রতি আহ্বান, যারা এখনও শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানেন না, তারা এ সহজ পদ্ধতিতে কুরআন পড়া শিখবেন এবং নিয়মিত তেলাওয়াত করবেন। এ কুরআন মুখে ও বুকে ধারণ করে যেন আমরা কবরে যেতে পারি, এটিই আমাদের চাওয়া ও পরম প্রাপ্তি।

মানবকল্যাণ সংস্থাটির সভাপতি ও আলোকিত দৈনিক-এর সম্পাদক মো. ওমর ফারুক বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন, যেটি নাযিল হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব রাসুলে আকরাম (স)-এর প্রতি। যে কিতাব থেকে মহান আল্লাহ তার রাসুলকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছিলেন ‘ইক্বরা’ পড়। সে কিতাব শুদ্ধভাবে পড়ার জন্য আমরা এখানে নাম লিখিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই বরকত দান করবেন। এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থাটির সভাপতি। তিনি আরও জানান, কল্যাণ সংস্থার সর্বপ্রথম কর্মসূচি হিসেবে কুরআন শিক্ষার মাধ্যমে শুরু করার পরিকল্পনা ছিল, সেটি আজ বাস্তবে রূপ লাভ করেছে। এজন্য ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা শেখ আব্দুস সালামের প্রতি ও মসজিদ কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে সংস্থার পক্ষ থেকে মানব ও জনকল্যাণমূলক আরও কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কোর্স কোঅর্ডিনেটর কোর্সটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, কর্মব্যস্ত ও বয়স্কদের সুবিধার্থে প্রতিদিন বাদ এশা বন্ধুত্বপূর্ণ পরিবেশে এ কোর্সের ক্লাস নেওয়া হবে। এ কোর্সে অংশগ্রহণকারীদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরআন পড়ার জন্য প্রয়োজনীয় বইপত্র সরবরাহ করা হবে।
ইতিমধ্যেই অত্র এলাকার ৬০ উর্ধ্ব জন বয়স্ক ও কর্মব্যস্ত মানুষ এ কোর্সে ভর্তির জন্য নিবন্ধন করেছেন, যা এলাকাবাসীর কুরআন শিক্ষার প্রতি অগ্রহী মনোভাবেরই প্রতিফলন।

স্থানীয়দের মতে, এলাকার বয়স্ক ব্যক্তিদের মধ্যে এ ধরনের একটি কোর্স শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।
অনুষ্ঠানের শেষে আলহাজ্ব শেখ আব্দুস সালামকে প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। স্মারকটি তুলে দেন মসজিদ কমিটির সভাপতি মো. হোসেন আলী প্রামানিক, সেক্রেটারি মো. হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ হাজী রজব আলী প্রামানিক, মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন মাস্টার প্রমুখ।