
|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||
পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ড দক্ষিণ কলাগাছি গ্রামে বৃষ্টি যেন এক আতঙ্কের নাম। এখানকার মানুষের জীবনে দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে কাদা-মাটি আর ভাঙাচোরা রাস্তা। যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ পর্যন্ত ঘর থেকে বের হতে পারছে না।
কাদার নিচে থাকা গর্ত ও ভাঙা রাস্তার এমন অবস্থায় হাসপাতাল, ব্যাংক বা থানা— কোনো জরুরি সেবাই সহজে পাচ্ছে না সাধারণ মানুষ। শিক্ষার্থীদেরও স্কুল-কলেজে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা কাজের সন্ধানে বের হতে না পেরে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ২০১০ সালে এই রাস্তাটি আর সিসি ডালাই হয়। এর পরে আর কোনো মেরামত বা নতুন কোন কাজ করা হয়নি। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে দুই হাজারের অধিক মানুষ চলাচল করে। গ্রামটিতে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নূরানী ও হাফিজী মাদ্রাসা। ছোট ছোট শিক্ষার্থীদের স্কুল ও মাদ্রাসায় আসা যাওয়ায় অনেকের দুর্ঘটনার স্বীকার হতে হয়। স্থানীরা আরো বলেন, এখন আমাদের জীবন যেন খাঁচায় বন্দি একটি প্রাণীর মতো।
প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি- খুব শিগগিরই যদি এ সমস্যার সমাধান না হয়, তাহলে বড় ধরনের সমস্যায় ও অর্থনৈতিক সংকট পড়বে এই এলাকার মানুষ। রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে হবে। তা না হলে এই ভোগান্তি থেকে চিরতরে মুক্তি পাওয়া অসম্ভব।