বুধবার, জুলাই ৩০

মিরাজের-জাকের রেকর্ড জুটির সুবাদে ৬৫ রানের লিড, বৃষ্টিতে বন্ধ খেলা

|| স্পোর্টস ডেস্ক ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশ হারতে পারে এমন শঙ্কা গতকালই করেছিলেন অনেক সমর্থক। ৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমেই আরও ৩ উইকেট হারায় টাইগাররা। ফলে ইনিংস ব্যবধানে হারতে চলেছে নাজমুল শান্তর দল- এমন শঙ্কাও করেছিলেন অনেকে। তবে সেসব শঙ্কা দূর করেছেন মেহেদী মিরাজ এবং জাকের আলী। এ দুজনের জুটিতে লিডের দেখা পেয়েছে স্বাগতিকরা।

৩ উইকেটে ১০১ রান নিয়ে দিনের খেলা শুরুর পর দ্রুতই তিন উইকেট হারালে বাংলাদেশের স্কোরলাইন হয় ৬ উইকেটে ১১২। ফলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে জাকের আলীকে সঙ্গে নিয়ে সে শঙ্কা দূর করতে পেরেছেন মিরাজ। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে অভিষিক্ত জাকেরকে নিয়ে মিরাজ গড়েন ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

বিরতির পর দিনের দ্বিতীয় সেশনেও দুর্দান্ত খেলেছে মিরাজ-জাকের জুটি। বিরতির আগেই নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছিলেন মিরাজ। বিরতির পর জাকেরও নিজের ফিফটির দেখা পান। নিজের অভিষেক টেস্টেই ফিফটি করেছেন এই ব্যাটার। প্রথম ইনিংসে তিনি আউট হয়েছিলেন মাত্র ২ রানে।

তবে ফিফটি করার পর আর নিজের ইনিংস খুব বেশি বড় করতে পারেননি জাকের। কেশব মহারাজের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৫৮ রান, মিরাজের সঙ্গে তিনি গড়েছেন ১৩৮ রানের জুটি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি।

এদিকে জাকের ফেরার পর ক্রিজে মিরাজের সঙ্গী হন নাইম হাসান। কেশব মহারাজের বলে তিনি আউট হয়েছিলেন, তবে রিভিউ নিয়ে বেঁচে যান। এদিকে নাইম ক্রিজে আসার কিছুক্ষণ পরই বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা।

বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৬৭ রান, লিড ৬৫ রানের, মিরাজ অপরাজিত আছেন ৭৭ রানে।

0 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *