সোমবার, আগস্ট ২৫

মিরপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||

ইসলামী ঐক্য আন্দোলনের মিরপুর শাখায় মাসিক দরসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বাদ আছর শাখার নায়েবে আমীর খন্দকার মাওলানা রফিকুল ইসলামের মিরপুরস্থ বাসভবনে এই দারস অনুষ্ঠিত হয়।

মিরপুর শাখার আমীর ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম লিটনের সভাপতিত্বে দারস পেশ করেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান আসলামী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশিরুল হাসান, উত্তরের আমীর মাওলানা মহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঁঞা, উত্তরের নায়েবে আমীর মাওলানা খন্দকার রফিকুল ইসলাম, দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, উত্তরের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবু ত্বহা মুহাম্মাদ নুরুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা হযরত আলীসহ নেতাকর্মীবৃন্দ।

দরস শেষে খন্দকার মাওলানা রফিকুল ইসলামের নিজস্ব নতুন বাসভবনে ওঠায় বিশেষ দোয়া-সহ তাঁর মরহুম পিতা-মাতা, শশুর শাশুড়িসহ অসুস্থ ভাই ও পরিবারের সকল সদস্যের জন্য সুস্থতাসহ সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় দোয়া করা হয়। বিশেষ করে অসুস্থ আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, আন্দোলনের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ ও তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে আন্দোলনের নেতৃবৃন্দ ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ ও সহধর্মিণীর খোঁজখবর নেয়ার জন্য হাসপাতালে দেখতে যান এবং ওনাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *