শুক্রবার, জুলাই ২৫

মিথ্যা অপবাদে মব জাস্টিস ঘটিয়ে শারিরীক ও সামাজিকভাবে লাঞ্চিতের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||

চট্টগ্রামের লোহাগাড়ায় মিথ্যা অপবাদ দিয়ে হাত পা বেঁধে মারধরের ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচার করে সামাজিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

রবিবার (৪ মে) রাতে উপজেলা শহরের একটি অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী খামারি বেলাল উদ্দিন, তিনি একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভবানী পুর এলাকার ডা: আজিজ পাড়ার ফিরোজ আহমদের পুত্র।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বড়হাতিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আমি গরু ছাগলের ফার্ম করে আসছিলাম, সেখান থেকে গত বছর ঐ এলাকার কয়েকজন নেশাগ্রস্ত যুবক নেশার টাকার জন্য আমার ফার্ম থেকে ছাগল চুরি করে, পরবর্তীতে সেটি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মিমাংসা হয়ে যায়, মূলত সেটিকে কেন্দ্র করে প্রতিশোধ প্রবন নেশাগ্রস্ত বিপদগামী যুবকেরা পরিকল্পিতভাবে ২৮/০৪/২৫ রাত আনুমানিক ১২ টার সময় আমার উপর এই ধরনের একটি মিথ্যা রটনা ছড়িয়ে সামাজিকভাবে আমাকে হেয় করার জন্য মব জাস্টিস ঘটিয়েছে। কাল্পনিক এক নারীর সাথে অবৈধ মেলামেশার মিথ্যা অজুহাতে আমাকে ধরে রাখে, আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার উপর নেমে আসে অমানবিক নির্যাতন, আমাকে হাত পা বেঁধে উপর্যুপরি মারধর করে, মারধরের ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় প্রচার করে। আমি এই বর্বরোচিত ঘটনা সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে মূল ঘটনা উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাদশা মিয়া, নাজিম উদ্দিন, সালেহ নূর, মোহাম্মদ রুবেল, মামুনুর রশীদসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *