রবিবার, আগস্ট ২৪

মাহিন সরকারের মানহানির প্রতিবাদে বেলকুচিতে এনসিপির সংবাদ সম্মেলন

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব মাহিন সরকারের মানহানির লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেলকুচি উপজেলা শাখা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বেলকুচি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে এনসিপির বেলকুচি প্রতিনিধি মুসা হাসেমী বলেন, গতকাল ২২ আগস্ট বেলকুচির শেরনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. আলিফ (পিতা: মৃত হেলাল মাস্টার), যিনি বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, নিজ বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নৌবাহিনীর কর্তৃপক্ষের মাধ্যমে নিজ বাসা থেকে গ্রেফতার হন। অথচ একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে যে, সাবেক সমন্বয়ক ও এনসিপি থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকারের বাসা থেকে কোটি টাকার বস্তা উদ্ধার হয়েছে এবং সেখান থেকেই আলিফকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাস্তবে আলিফকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, মাহিন সরকারের বাসা থেকে নয়। গ্রেফতারের সময় কোনো অর্থ উদ্ধার করা হয়নি এবং মাহিনের বাড়িতেও কোনো বাহিনীর সদস্য যাননি। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণা বলে দাবি করেন এনসিপি নেতারা।

তারা আরও বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে মাহিন সরকারের অর্জিত জনপ্রিয়তা ও সম্মান ক্ষুণ্ন করতে বারবার অপচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এ বিষয়ে বাংলাদেশ পুলিশ বেলকুচি থানা সহযোগিতা করছে।”

নেতৃবৃন্দ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা দয়া করে এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। জাতির স্বার্থে দায়িত্বশীলভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে আমাদের পাশে থাকুন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাহিন সরকারের ছোট বোন মাহিমা হীমা সরকার, এনসিপি প্রতিনিধি মনিরুজ্জামান মনি, আলীম সরকার, হোসাইন আহমেদ, শফি আল মাশরাফি, গোলাম রাব্বি প্রমুখ। এছাড়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *